চরফ্যাসনে দক্ষিণ আইচা সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু!

ভোলার চরফ্যাসন টু দক্ষিণ আইচা সড়কের পানিরকল নামক এলাকায় বাস ও বোরাক সংঘর্ষে তানিয়া বেগম (৩০) ও মেয়ে মালিহা (৩) নিহত হয়েছে।
গতকাক সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার সময় চরফ্যাসন টু দক্ষিণ আইচা সড়কে পানির কল নামক স্থানে ভোলা গামী বাস কালমা-১ নিয়ন্ত্রণ হারিয়ে বোরাকের উপর উঠিয়ে দেন৷ ঘটনা স্থানেই বোরাকে থাকা মা ও মেয়ে নিহত হন৷
জানা যায়, নিহত তানিয়া বেগম ও মালিহা শশীভূষণ থানা চর কলমি ইউনিয়ন ৬নং ওয়ার্ড দক্ষিণ চর মঙ্গল গ্রামের মোঃ বেলাল হোসেন মাস্টারের স্ত্রী ও কন্যা৷
নিহত তানিয়ার পারিবারিক সুত্রে জানা যায়, অসুস্থ শাশুড়ী কে চরফ্যাসন হাসপাতালে দেখে শিশু কন্যাকে নিয়ে শশুর বাড়ির উদ্দেশ্যে আসার পথে এ দুর্ঘটনার শিকার হয়৷ তানিয়ার স্বামী মোঃ বেলাল হোসেন মাষ্টার বোরহানউদ্দিন উপজেলা কালমা ইউনিয়নের ফাজেল মাদ্রাসায় চাকরি করার সুবাদে সেখানেই বাসা ভাড়া থাকতেন৷ শাশুড়ী অসুস্থ হওয়ায় খবর শুনে চরফ্যাসনে আসেন তানিয়া৷
এ বিষয়ে শশীভূষন থানা ভারপ্রাপ্ত ওসি মোঃ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি আটক করা হয়েছে৷ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে৷
চরফ্যাসনে পানিরকল স্থানে প্রায়ই দূর্ঘটনার শিকার হয় যাএীগন। রাস্তাটি মোড় থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বা যাএীদের অসাবধানতার কারণে ঘটে দূর্ঘটনা। এর প্রতিকারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার বলে স্হানীয় জনগন মনে করেন।
মনির আসলামী, চরফ্যাসন ভোলা থেকে