চরফ্যাশনে শশিভূষণ থানার আনজুরহাটে তিন ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভোলা জেলার সহকারী পরিচালক (ভোক্তা) মোঃ মাহমুদুল হাসান আজ শশীভূষণ থানা পুলিশের সহযোগিতায়, চরফ্যাশন শশীভূষণ থানার আঞ্জুরহাট বাজারে অভিযান পরিচালনা করেন।
গত ২৫ আগস্ট বিকাল পৌনে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শশীভূষণ থানাদিন আঞ্জুরহাট বাজারে অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় মিজান মেডিকেল হল, সুজন মেডিকেল হল ও বিউটি মেডিকেল হলে ভেজাল, মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় ও ড্রাগ লাইসেন্স না থাকায়, তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে” ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে৷
এ অভিযান অভ্যাহত থাকলে চরফ্যাসন সহ অন্যান্য বাজার গুলিতে, লোকাল বাজারে, বেজাল, মেয়াদউওীর্ন ওষুধ পাওয়া যাবে বলে মনে করেন সাধারণ জনগণ।
Monir
মনির আসলামী। চরফ্যাশন ভোলা।