গেরদা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে আওয়ামীলীগের সভা

ফরিদপুর সদরের উপনির্বাচনে বাংলাদেশ আওয়মীলীগ মনোনীত প্রার্থী মিসেস রাবেয়া বেগম এর জন্য নৌকার বিজয়ের লক্ষে গেরদা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে আওয়ামীলীগের বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকার সময়ে হাবেলী দয়ারামপুর স্কুল মাঠে গেরদা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি জনাব সৈয়দ গোলাম আইয়ুব হারিচ মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আতিকুর রহমান আতিক এর পরিচালনায় উক্ত সভাটি অনুষ্ঠিত সম্পূর্ণ হয়।
সভার প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামচুল আলম চৌধুরী।
এসময়ে বক্তব্য রাখেন, জননেতা মরহুম জনাব জাহিদুর রহমান জাহিদ এর সহধর্মিণী মিসেস রাবেয়া বেগম।
এবং কোতয়ালী থানা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ্ মোঃ এমার হক এবং গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সৈয়দ গোলাম আয়ুব হারিচ মিয়া। গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক মিয়া ।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুদ আলী বিদু এছাড়াও ছিলেন কোতয়ালী থানা আওয়ামীলীগের অখিল চন্দ্র দাস।
গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাখাওয়াত মিয়া, গেরদা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আয়নাল হক মোল্যা, বাখুন্ডা হাই স্কুলের প্রধান শিক্ষক ওমর ফারুক, সাবেক ফরিদপুর জেলা ছাএলীগের সহ-সভাপতি হাসিবুর রহমান জ্যামি এবং ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেতাকর্মী ও মুরব্বীগণসহ অনেকেই।
উক্ত সভায় সকল বক্তাগন আগামী ২৮ ফেব্রুয়ারি ফরিদপুর সদর উপজেলা পরিষদের উপনির্বাচনে নৌকা মার্কার প্রার্থী মিসেস রাবেয়া বেগম এর বিজয়ের আশা ব্যক্ত করে সভার কার্যক্রম শেষ করেন।
সেক লাবলু, ফরিদপুর সদর প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা