খুলনার তেরখাদায় রংধনু যুব সংঘের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচী পালন

একমাত্র গাছই প্রাকৃতিক পরিবেশ সুস্থ্য ও সুন্দর রাখতে পারে। মুজিব জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে বেশী বেশী করে গাছ লাগানোর যে আহবান জানিয়েছেন, সেই আহবানে সাড়া দিয়ে খুলনার তেরখাদা উপজেলার সাচিয়াদাহ গ্রামের রংধনু যুব সংঘ পরবর্তী প্রজন্মকে সুন্দর পরিবেশ উপহার দেয়ার জন্য বৃক্ষরোপণ কর্মসুচীর আয়োজন করেছে।
১৮ সেপ্টেম্বর (শুক্রবার) বিকাল ৫ টায় খুলনা-৪ আসনের সাংসদ আব্দুস সালাম মুর্শিদী প্রধান অতিথী হিসেবে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এ কর্মসুচীর উদ্ভোধন করেন।
বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন তেরখাদা উপজেলা চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম।
রংধনু যুব সংঘের সভাপতি বাবু উত্তম কুমার ঢালী বলেন, ২০২০ সালের জানুয়ারী মাসে রংধনু যুব সংঘ প্রতিষ্ঠিত হয়। এটি একটি অরাজনৈতিক সংগঠন। প্রতিষ্ঠা লগ্ন থেকেই এ সংগঠনটি বিভিন্ন সামাজিক কর্মকান্ডে বিশেষ ভুমিকা পালন করে আসছে।
তিনি আরো বলেন, এ বৃক্ষরোপণ কর্মসুচীর আওতায় ১০০ টি ফলজ, বনজ ও ঔষুধী গাছের চারা এবং বজ্রপাত নিরোধ কল্পে ২০২০ টি তালের বীজ রোপন করা হয়েছে।
অনু্ষ্ঠানটি পরিচালনা করেন, তেরখাদা উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি চিত্তরঞ্জন বালা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, উপজেলা নির্বাহী অফিসার বাবু শিমুল সাহা, উপজেলা আ’লীগ সভাপতি এফ,এম, অহিদুজ্জামান, সাধারন সম্পাদক কে,এম, আলমগীর হোসেন, উপজেলা পুজা উদযাপর কমিটির সভাপতি অরবিন্দু সাহা, ৪ নং সাচিয়াদহ ইউপি চেয়ারম্যান লস্কর উকিল উদ্দিন, ইউনিয়ন আ’লীগের সভাপতি অনাদী মোহন বিশ্বাস, ১ নং আজগড়া ইউপির সাবেক চেয়ারম্যান বাদশা মল্লিক, ৭ নং ওয়ার্ড সদস্য রিংকু বালা ও রংধনু যুব সংঘের শিক্ষা ও সাংস্কৃতি বিষয়ক সম্পাদক শায়ন বালা প্রমুখ।
মোঃবাবর আলী, খুলনা প্রতিনিধি ।