কুষ্ঠিয়ায় জেড.এম রাইচ এন্ড কনজুমার শাখার কারখানা উদ্বোধন

কুষ্টিয়ায় কুমারখালীতে জেড.এম রাইচ এন্ড কনজুমার এর কুষ্ঠিয়া শাখার কারখানা উদ্বোধন করা হয় গত ০৭.০১.২০২১ শুক্রবার সকাল দশটা থেকে সন্ধা পর্যন্ত অনুষ্ঠান হয়।
জেড.এম গ্রুপের কয়েকটি পন্য বাজারে চলছে যেমন কৃষানী ব্রান্ড নামে একটি চাউল বাংলাদেশের ৬৩ টি জেলায় এই চাউল চলছে এই কৃষানী চাউলের খুব নামকাম রয়েছে জেড.এম গ্রুপের আরেকটি পন্য নিমন্ররন এর কয়েকটি পন্য রয়েছে বাজারে ভালো মান পাচ্ছে বলে মনে করেন জেড.এম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জহির মোল্যা তিনি আরো আশাবাদী এক সময় জেড.এম গ্রুপ দেশের ভালো একটা পর্যায়ে পৌছায় যাবে।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেড.এম গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ জহির মোল্যা,জেড.এম গ্রুপের চেয়ারম্যান সুমি আক্তার,ইন্জিনিয়ার আব্দুর রশিদ আর,ই,ইন্জিনিয়ার ফারুক আহম্মেদ এস,ই, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম শেখ ইলেকট্রশিয়ান ডি, মোঃ সাইফুল ইসলাম সি,ই,ও,জেড,এম গ্রুপ,উত্তম সরকার এ,জি এম, জেড, এম গ্রুপ। মোঃ রাশিদুল ইসলাম মিরাজ ডি এস,এম জেড এম গ্রুপ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আরিফুজ্জামান প্রভাষক, আলাউদ্দিন আহম্মেদ ডিগ্রি কলেজ, কুমারখালী কুষ্টিয়া। অনুষ্ঠানটি সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান এর মধ্যে দিয়ে শেষ হয়।
স্টাপ রিপোর্টার: