কালিয়া পৌর নির্বাচনে আ.লীগ মনোনিত মেয়র প্রার্থীর সমর্থনে বর্ধিত সভা অনুষ্ঠিত

নড়াইলের কালিয়া পৌরসভা নির্বাচন কে ঘিরে নৌকার প্রার্থী মো: ওয়াহিদুজ্জামান (হীরা)’র পক্ষে সমর্থন জানাতে বিশেষ বর্ধিতসভার আয়োজন করে কালিয়া উপজেলা আ.লীগ।
আজ শুক্রবার বিকাল(১৫ই জানুয়ারি) পৌর সদরেরর ডাক বাংলো মাঠে উপজেলা আ.লীগ সভাপতি মো:হারুনুর রশিদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও কালিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষের সঞ্চালনায় ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। ‘নৌকা হারলে হারবে শেখ হাসিনা এমন কথা’ স্মরণ করিয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানানো হয়।
বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা আ.লীগের সভাপতি বাবু সুভাষ চন্দ্র বোস,জেলা আ লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজামউদ্দিন খাঁন নিলু,নড়াগাতি থানা সভাপতি সালাউদ্দিন বশির, নড়াইল জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক।
কালিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক, খাঁন রবিউল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক আশীষ ভট্টাচার্য্য, কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ জামান হোসেন জন, সাধারণ সম্পাদক আনুর মোহাম্মদ আনু, উপজেলা ছাত্রলীগের সভাপতি এফ এম সোহাগ, ও সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম পান্নু।
এছাড়া উপস্থিত ছিলেন, ৫নং সালামাবাদ ইউ পি চেয়ারম্যান এফ এম শামীম হোসেন,৮নং বাঐসোনা ইউপি চেয়ারম্যান ও নড়াগাতি থানা সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ফোরকান মোল্লা, হামিদপুর ইউপি চেয়ারম্যান পলি বেগম সহ কালিয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও নেতা-কর্মীরা।‘
উক্ত বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু বলেন, “নৌকা হারলে হারবে শেখ হাসিনা” এজন্য শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কালিয়া পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হীরাকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান।
এ সময় তিনি প্রত্যেক পৌরবাসীর কাছে নৌকার পক্ষে ভোট কামনা করেন। জেলা সাধারণ সম্পাদক আরো বলেন, নৌকার কোনো নেতাকর্মী আওয়ামী লীগের পরাজয় মেনে নিতে পারবে না এবং হতে দেবেও না।
উপজেলা আ.লীগ যুগ্ন সাধারণ সম্পাদক ও দল মনোনিত মেয়রপ্রার্থী মোঃ ওয়াহিদুজ্জামান হীরা বলেন, তফসিল ঘোষনার আগে আমি ঘোষণা করেছিলাম নৌকা না পেলে যিনি পাবেন তার পক্ষে কাজ করব। স্থানীয় সাংসদ দলীয় প্রধান শেখ হাসিনা নৌকার প্রার্থীকে পরাজিত করতে বিদ্রোহী প্রার্থী দাঁড় করিয়েছেন। এতে দলীয় প্রার্থী ও দলের সুনাম ক্ষুন্ন হচ্ছে।
উল্লেখ্য, পৌর নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে আরও এক জন সতন্ত্র প্রার্থী চামচ প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রায় সাড়ে ষোলো হাজার ভোটারের কালিয়া পৌরসভায় ভোটগ্রহণ হবে আগামী ৩০শে জানুয়ারি।
নড়াইল জেলা প্রতিনিধিঃ বাবর আলী, নড়াইল: