কলাপাড়ায় ৩ দফা দাবিতে নারী উন্নয়ন ফোরামের মানব বন্ধন

নথিপত্র সাইনিং পাওয়ার, পরিপত্রে ৩% বরাদ্দ, কেন্দ্রীয় দপ্তর ও গাড়ি বরাদ্দ এই ৩ দফা দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানব বন্ধন করেছে নারী উন্নয়ন ফোরামের নারীজন প্রতিনিধিরা।
৭ ই ডিসেম্বর সোমবার বেলা ১১ টায় কলাপাড়া উপজেলা চত্তরে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন নারী উন্নয়ন ফোরামের সাধারন সম্পাদক মনোয়ারা বেগম,সহ সভাপতি রুমা বেগম,কোষা দক্ষ মর্জিনা বেগম সহ আরো অনেকে।
এ সময় নারী জন প্রতিনিধিরা বলেন তাদের নথিপত্রে সাইন করার পাওয়ার,পরিপত্রের মাধ্যমে তাদের জন্য ৩% বরাদ্দ, কেন্দ্রীয় দপ্তর ও চলাচলের জন্য বরাদ্দ কৃত গাড়ির দাবিতে তাদের এই মানব বন্ধন।
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।