কলাপাড়ায় শিক্ষক কে পিটিয়ে আহত করার প্রতিবাদে মানব বন্ধন

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শামসুদ্দিনকে ঐ বিদ্যালয়ের সভাপতি আঃ হান্নান খান চেয়ার দিয়ে আহত করার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১০ জানুয়ারি রবিবার বেলা ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব চত্বরে শিক্ষক নেতা সুরাইয়া নাসরিনের সভাপতিত্বে কলেজ, মাধ্যমিক ও প্রাইমারি স্কুলের শিক্ষকরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক নেতা আবুল হোসেন, আল-আমিন, নাজমুস শাকিব কনা, প্রভাষক রফিকুল ইসলাম, অধ্যাপক মঞ্জুরুল আলম, প্রধান শিক্ষক আব্দুর রহিম, মোঃ আবুল হোসেন, প্রধান শিক্ষক শায়লা পরভিন, বীর মুক্তিযোদ্ধা হাবিবুল্লাহ রানা, প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, জহিরুল ইসলাম, শাহ-সুজা, প্রভাষক মাসুম বিল্লাহ প্রমুখ।
এসময় বক্তারা সন্ত্রাসী মোঃ হান্নান খানসহ তার সহযোগী আব্দুল মন্নান হাওলাদারকে দ্রুত গ্রেফতারের দাবি জানান। নইলে কর্মবিরতিসহ কঠোর আন্দোলনের ডাক দিবেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় অভিমুখে পদযাত্রা করেন তারা।
উল্লেখ্য, শুক্রবার বেলা আড়াইটার দিকে কলাপাড়ার দক্ষিণ গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সাইড লাইন না দেয়ায় প্রধান শিক্ষক এসএম শামসুদ্দিনকে চেয়ার দিয়ে পেটায় সভাপতি মোঃ হান্নান খান। এতে ওই শিক্ষক গুরুত্বর আহত হন। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় শনিবার রাতে অভিযুক্ত হান্নানসহ দুইজনকে আসামি করে কলাপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।
কলাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আসাদুর রহমান জানান, আসামি গ্রেফতারের চেষ্টা চলছে।
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।