কলাপাড়ায় ছাত্রলীগের সাধারন সম্পাদক ইয়াবা সহ আটক

পটুয়াখালীর কলাপাড়ায় পর ছাত্রলীগর সাধারন সম্পাদক মোঃ জুয়েল খান (২৪) কে ১৩ পিস ইয়াবা সহ আটক করেছে পুলিশ।
বুধবার রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাকে আটক করা হয় । সে কলাপাড়া পৌরশহরের নাচনাপাড়া এলাকার মোঃ সুলতান খান’র ছেলে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে কলাপাড়া উপজেলার মহিপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।
মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুজ্জামান জানান, জুয়েল খান ইয়াবা সেবনকারী । ইয়াবা বহন করে কলাপাড়ায় যাওয়ার পথে গোপন ভিত্তিত তাকে আটক করা হয়।
কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।