কলাপাড়ার অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন ক্ষতির মুখে দুই শতাধিক কৃষক

পটুয়াখালীর কলাপাড়ার নীলগঞ্জের মোস্তফাপুর গ্রামে সরকারি খালে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে কতিপয় প্রভাবশালী মহলের বিরুদ্ধে।
১৯ ডিসেম্বর শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় কৃষকরা বোরো মৌসুমে আবাদ করার লক্ষ্যে মিষ্টি পানি সংরক্ষণ করে রাখে মোস্তফাপুর খালে।
কতিপয় স্বার্থান্বেষী ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য সরকারী খালের ৩০ ফুট গভীরে ড্রেজার স্থাপন করে অবৈধভাবে বালু উত্তোলন করে, ফলশ্রুতিতে খালের সংরক্ষিত মিষ্টি পানি যেমন কমে যাচ্ছে তেমনি মাটির গভীর থেকে লবণ পানি উঠে খালের পানিতে মিশে সমস্ত পানি লবণাক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
ক্ষতির সম্মুখীন হচ্ছে এলাকার কয়েক শত হেক্টর ফসলি জমি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রায় দুইশতাধিক কৃষক। মাটির গভির থেকে বালু উত্তোলন করায় দুই পাড়ের ফসলী জমি ভেঙ্গে দেবে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।
তাই বাংলাদেশ কৃষক সমিতি নীলগঞ্জ ইউনিয়ন শাখার সদস্যরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাবি জানিয়েছে যাতে অতি দ্রুতই ড্রেজার সরিয়ে মিষ্টি পানি সংরক্ষণ করায় সহায়তা এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাবস্থা করে।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি দ্রুত ব্যাবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।।