কলাপাড়ায় বেসরকারি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্নের ছাগল বিতরণ

বিকল্প জিবিকায়নের মাধ্যমে দুর্যোগের ঝুকি হ্রাস প্রকল্পের আওতায় পটুয়াখালীর কলাপাড়ায় বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন এর সহযোগিতায় নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের দুই দুস্থ্য অসহায় প্রতিবন্ধী স্বামী স্ত্রী কে ছাগল বিতরণ।
পহেলা জানুয়ারি সোমবার বেলা ১১ টায় ওয়ার্ল্ড কনসার্ন এর দুইজন অফিসার উপস্থিত থেকে ৫৫০০ টাকা মূল্যের বাচ্ছা সহ একটি ছাগল বিতরণ করেন।এসময় তারা বলেন কলা পাড়া উপজেলায় চলতি মাসে ১৫ টির অধিক পরিবার কে তাদের পেশার উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের সহযোগিতা করে আসছেন। এবং তাদের এ-ই সহযোগিতা চলমান রয়েছে।
তারা বলেন বেসরকারী আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ওয়াল্ড কনসার্ন কলাপাড়া উপজেলার দুস্থ অসহায় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থানের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। তারা গ্রামীণ জনপদের বিভিন্ন রাস্তাঘাটের উন্নয়ন মূলক কাজ এই প্রকল্পের মাধ্যমে ইতিমধ্যে সম্পন্ন করেছেন। আরও অনেক প্রকল্প চালু রয়েছেন।
নয়নাভিরাম গাইন (নয়ন), কলাপাড়া প্রতিনিধি, পটুয়াখালী।