কলাপাড়ায় নির্দেশীকা সাইনবোর্ড বসিয়ে অবৈধ পার্কিং বন্ধ করলো উপজেলা প্রশাসন

পটুয়াখালীর কলাপাড়ায় শেখ কামাল সেতুর অভিমুখে দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে গাড়ি পার্কিং করে রাখার অভিযোগ রয়েছে চালকদের বিরুদ্ধে। অবৈধভাবে পার্কিং করে গাড়িওয়ালা দের কাছ থেকে সুবিধা নিচ্ছে মধ্যস্বত্বভোগীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায় শেখ কামাল সেতুসেতুর অভিমুখে ঢোকার সময় উদ্বোধন এর পর থেকে দীর্ঘদিন পর্যন্ত অবৈধভাবে গাড়ি পার্কিং চলতে থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন মিডিয়ায় খবর প্রকাশ হলে মাঝেমধ্যেই প্রশাসন নড়েচড়ে বসে প্রতিরোধ করার চেষ্টা করলেও নামে মাত্র কয়েকদিন চলে তারপর আবার পূর্বের ন্যায় ফিরে যায় শুরু হয়।
অবৈধ পার্কিং এর দৌরাত্ব এতে ক্ষতিগ্রস্ত হয় ঘুরতে আসা পর্যটক সহ সাধারন জনগন। তাই ঘুরতে আসা পর্যটক ও সাধারণ জনগণের কথা চিন্তা করে এবারে স্থায়ী সমাধানে নেমেছেন কলাপাড়া উপজেলা নির্বাহি অফিসার মোহাম্মদ আবু হাসনাত শহীদুল হক।
তাই উপজেলা প্রশাসনের উদ্যোগে শেখ কামাল কামাল সেতুতে ঢোকার অভিমুখে দুই পাশে অবৈধ পার্কিং এর যে স্পটগুলো ছিল সেই জায়গার দুই পাশে ৪ টি সাইনবোর্ড দিয়ে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে। তাই সরোজমিনে অনেকের সাথে কথা বলে জানা যায় উপজেলা নির্বাহী অফিসারের বর্তমানের উদ্যোগে সকলে আশা বাদী হয়েছেন।
তারা আশা করছেন এই মহৎ উদ্যোগের কারণে দীর্ঘদিনের অবৈধ পার্কিং এর ঝামেলা থেকে পর্যটকসহ সাধারন জনগন মুক্তি পাবে। এ বিষয়ে সাধারণ জনগণ উপজেলা নির্বাহি অফিসার আবু হাসনাত মোহাম্মদ সহিদুল হককে ধন্যবাদ জানিয়েছেন। তবে স্থায়ীভাবে সমাধান চাচ্ছেন ভুক্তভোগী জনগণই।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মোহাম্মদ সহিদুল হক বলেন বহুবার আমরা মৌখিকভাবে ঘোষণা দিয়ে চেষ্টা করেছি অবৈধ পার্কিং বন্ধ করার কিন্তু তা বেশিদিন স্থায়ী হয়নি।
তাই এইবারে আমরা নির্দেশিকা সাইনবোর্ড বসিয়ে অবৈধ পার্কিং বন্ধ করেছি। এরপরেও যদি এর কোন পরিবর্তন না হয় তবে আমরা যারা অবৈধভাবে পার্কিং করবে তাদের নাম লিস্ট করে আইনানুগ ব্যবস্থা নেব।
নয়নাভিরাম গাইন( নয়ন) কলাপাড়া পটুয়াখালী প্রতিনিধি।।