কলাপাড়ায় দক্ষিণাঞ্চলের প্রথম শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদ গঠিত

তৎকালীন পূর্ব বাংলার স্বাধিকার আন্দোলনে ৬৯ এর গন অভ্যূত্থানে দক্ষিণাঞ্চলের তথা কলাপাড়ার প্রথম শহীদ আলাউদ্দিন, যাকে আমরা ভুলতে বসেছি অথবা তাকে আমরা জানি না।
তাই কলাপাড়ার প্রথম শহীদ আলাউদ্দিন এর স্মৃতি ধরে রাখতে এবং তাকে সর্বস্তরের মানুষের মাঝে জানানোর উদ্দেশ্যে কলাপাড়ায় শহীদ আলাউদ্দিন স্মৃতি সংসদগঠিত।
২০২১ সালের ১৮ জানুয়ারি সোমবার এস, এম আবুল হোসেন কে সভাপতি এবং নাসির তালুকদার কে সাধারন সম্পাদক করে১৯ সদস্য বিশিষ্ট একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি মিসেস মনোয়ারা বেগম,সহ সভাপতি প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,সহ সভাপতি মোঃ নাসির উদ্দিন মাহমুদ, সহ সাধারণ সম্পাদক তায়েফ মাইন উদ্দিন (তোহা),দফতর সম্পাদক মোঃ আতাজুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন লিটন।
এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ শাহ সুজা উদ্দিন, প্রচার সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন,পাঠাগার সম্পাদক দিবাকর সরকার,সমাজ কল্যান সম্পাদক মোঃ আবুল কালাম খান,সদস্য অমল কৃষ্ণকর্মকার,চিং দামে, ইলা বোস, লাখাইন উইন,প্রভাষক বিধান সাহা।
মোঃ সেলিম সিকদার,নয়নাভিরাম গাইন( নয়ন) এছাড়াও ১০ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা পরিষদ গঠিত হয়। উল্লিখিত কমিটির মাধ্যমে আগামী (২৮ জানুয়ারি ২০২১) শহীদ আলাউদ্দিনের ৫২ তম মৃত্যবার্ষিকি উপলক্ষ্যে সারাদিন ব্যাপি বিশাল এক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
উক্ত কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে শহীদ আলাউদ্দিন কে সম্মান জানাতে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বিনিত ভাবে অনুরোধ জানিয়েছেন।
কলাপাড়া ( পটুয়াখালী) প্রতিনিধি