কমলগঞ্জ সদর ইউনিয়নে সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎ সুবিধা বঞ্চিত ব্যক্তির মাঝে ৩৩টি সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) স্থানীয় সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি’র বিশেষ কাবিটা ও ইউনিয়ন পরিষদের সাধারণ কাবিটা; টিআর প্রকল্পের আওতায় এগুলো বিতরণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৪ লাখ ২৫ হাজার ৪০ টাকা।
এছাড়াও কমলগঞ্জ সদর ইউনিয়নের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে ৮টি স্ট্রিটলাইট এতে ব্যয় হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৯২০ টাকা । সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হান্নান ।
দুপুরে কমলগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সৌর বিদ্যুতের প্যানেল বিতরণ করা হয়।
রিপন চক্রবর্ত্তী, কমলগঞ্জ প্রতিনিধিঃ