কমলগঞ্জে নবজাতকের মরদেহ উদ্ধার

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে ধানী জমি থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার আলিনগর ইউনিয়নের ছলিমবাজার এলাকার একটি ধানী জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, ছলিম বাজার সংলগ্ন এলাকায় ধানী জমির মাঝে একটি কুকুর রক্তমাখা ব্যাগ ধরে টানাটানি করছিল। একপর্যায়ে বিকেলে স্থানীয় শিশুরা খেলতে এসে কুকুরকে রক্তমাখা ব্যাগ টানাটানি করতে দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হন এবং কুকুরটি ওই স্থান ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, জন্মানোর পর পর কেউ নবজাতককে ব্যাগে ভরে ফেলে গেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে।
রিপন চক্রবর্ত্তী, কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার।