কমলগঞ্জে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত-দৈনিক ভোরের বার্তা

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৭ টায় উপজেলা জাতীয় পার্টির আয়োজনে ভানুগাছ বাজারস্থ মনিপুরী মার্কেট মাঠে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুরুদ আলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক সৈয়দ তজমুল বক্ত।
উপজেলা যুবসংতির সভাপতি লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা জাতীয় পার্টির আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুর রহমান, জেলা যুব সংহতি আহ্বায়ক বেলায়েত আলী খাঁন জুয়েল, জেলা জাতীয় শ্রমিক পার্টির আহ্বায়ক জামাল হাসান, জেলা যুগ্ম আহ্বায়ক বদরুল হাসান জোসেফ, জেলা যুব সংহতি আহ্বায়ক কমিটির সদস্য মুর্শেদ আলম।
এবং উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন,সাধারণ সম্পাদক রফিকুল আলম, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোক্তাদির হোসেন, মাধবপুর ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আসহাবুজ্জামান শাওন, আলিনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আব্দুল খালিক প্রমুখ।
বক্তব্য রাখেন পৌর জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক সুমন আহমেদ, আব্দুল আজিজ, জুয়েল আহমেদ আলোচনা সভা শেষে সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদের রোহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা মো.আব্দুস শহিদ।
রিপন চক্রবর্ত্তী ,কমলগঞ্জ প্রতিনিধিঃ
দৈনিক ভোরের বার্তা