কমলগঞ্জে ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে উপমহাদেশের প্রাচীন ও সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৪ জানুয়ারি) বিকালে কমলগঞ্জ উপজেলা,পৌর ও কলেজ ছাত্রলীগের আয়োজনে উপজেলা চৌমুহনা ময়না চত্বর থেকে আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সম্মুখে কেক কাটা অনুষ্ঠানে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোঃ রফিকুর রহমান, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এএসএম আজাদুর রহমান আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন, মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সানোয়ার হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সায়েদুল আলম সায়েদ, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল, সাধারণ সম্পাদক সাকের আলী সজিব প্রমুখ।
এছাড়া কমলগঞ্জ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রিপন চক্রবর্ত্তী, কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার।