এই পৃথিবীকে যে অবস্থায় পেয়েছি, তাঁর চেয়েও সুন্দর রেখে যেতে চাই

আজ শুক্রবার বিকাল ৩. ৩০ মিনিটে ফরিদপুর সার্কিট হাউজ ফরিদপুর প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ ফরিদপুর জেলা ও রাজবাড়ী কমিটির ২০২০/২০২১ সালের অভিষেক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন যথাক্রমে মোঃ সাব্বির হোসেন ও মিতু আক্তার।
এই পৃথিবীকে যে অবস্থায় পেয়েছি, তাঁর চেয়েও সুন্দর রেখে যেতে চাই। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুর ও রাজবাড়ী জেলা কমিটির ২০/২১ সালের অভিষেক। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনাব অতুল সরকার-জেলা প্রশাসক ফরিদপুর।
উদ্বোধক: জনাব আল সাজিদুল ইসলাম দুলাল,প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ।
বিশেষ অতিথি ডাঃ মোঃ ছিদ্দিকুর রহমান-সিভিল সার্জন ফরিদপুর। জনাব জাকারিয়া আলম-মহাসচিব প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ,কেন্দ্রীয় কমিটি,ঢাকা।
জনাব মোঃ সাব্বির তরফদার,সাংগঠনিক সম্পাদক প্রতিক্ষণ ব্লাড রিজার্ভেশন অব বাংলাদেশ, কেন্দ্রীয় কমিটি,ঢাকা।
জনাব শাহনাজ পারভীন-বিভাগী সভাপতি ঢাকা।
জনাব ইমরান শাহিন-সভাপতি.গোপালগঞ্জ জেলা ও সমন্বয়কারী বৃহত্তর ফরিদপুর। জনাব মোঃ রবিউল ইসলাম মুকুল -চেয়ারম্যান অভিষেক কমিটি ও সভাপতি,রাজবাড়ী জেলা। সভাপতি-জনাব মোশাররফ হোসেন ফরিদপুর জেলা।
এ সময় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর ও রাজবাড়ী জেলার রক্ত যোদ্ধাগন, ও ফরিদপুর জেলার সভাপতি মোঃ মোশাররফ হোসেন এবং রাজবাড়ীর জেলার সভাপতি মোঃ রবিউল ইসলাম মুকুল তাদের বক্তব্যে তুলে ধরেন আমরা ভাল থাকবো এবং অন্যকে ভাল রাখতে চেষ্টা করবো।রক্ত দানের চেয়ে মহান দান পৃথিবীতে আর হতে পারেনা।
স্টাফ রিপোর্টার মোশাররফ মাসুদ
দৈনিক ভোরের বার্তা