ঈশ্বরদী বাগহাসলা মধ্যপাড়ায় এক বাড়িতে ডাকাতি

ঈশ্বরদী বাগহাসলা মধ্যপাড়ায় এক বাড়িতে ১২/০৯/২০২০ শনিবার আনুমানিক সন্ধ্যার দিকে ডাকাতির ঘটনা ঘটেছে বাড়িওয়ালার নাম জনাব মোঃ আব্দুল আলিম, স্ত্রী তানিয়া সুলতানা।
বাড়িওয়ালার স্ত্রী তানিয়া সুলতানা বলেন আজ আমার ভাই মারা গেছেন বেলা দেড়টার দিকে আমার ভাইয়ের বাসায় যাই। আমার সন্তানদের নিয়ে। সেখান থেকে ফির্তেই আমাদের সন্ধ্যা হয় এসেই দেখি ডাকাতির ঘটনা ঘটেছে।
দৈনিক ভোরের বার্তার প্রতিনিধি স্থানীয়দের কাছ থেকে জানতে চাইলে তারা জানায় যে বাড়িওয়ালা আব্দুল আলীম তিনি প্রবাসে থাকেন তার বাসায় তার স্ত্রী ছেলে ও মেয়েকে নিয়ে একাই থাকেন আজ পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি এবং তাদের কোনো শত্রুতা নেই।
ডাকাতির ঘটনা ঘটছে এটা সম্ভবত চেনাজানার বাইরে কেউ না। প্রবাসী আব্দুল আলীমের স্ত্রীর কাছ থেকে জানা যায় তাঁর বাসায় থেকে ডাকাতি হয়েছে আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার নগদ টাকা এবং প্রায় ৬ ভরি স্বর্ণালংকার।
ঈশ্বরদী থানার ওসি জনাব শেখ মোঃ নাসির উদ্দিন সাহেবকে বিষয়টি জানালে তিনি এস আই জনাব শামীম সাহেব কে দায়িত্ব দিলে তিনি সশরীরে বিষয়টি তদন্ত করে বলেন অনেক বড় প্লানিং করে এ ডাকাতির ঘটনা ঘটানো হয়েছে।
তবে এটা বাহিরের কেউ হবে না নিজেরদের জানাশোনার মধ্যেই ঘটনাটি ঘটেছে। তিনি বলেন যে বাড়িওয়ালার গার্জিয়ানরা থানায় লিখিতভাবে থানায় মামলা করলে বিষয়টা তদন্ত করা হবে।
প্রতিনিধি আলিফ হাসান পাবনা।