“ই-জিনিয়াস হান্ট” নির্বাচিত জেফরীর জন্য শুভকামনা

বাংলাদেশের ৪৯তম বিজয় দিবস এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী-মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশে আয়োজন করা হয় মোবাইল আ্যপ ভিত্তিক প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইন।
এই প্রতিভা অন্বেষণ ক্যাম্পেইনের ভারচুয়াল নাম দেয়া হয় “ই-জিনিয়াস হান্ট”। শিশু-কিশোরদের জন্য বানানো ই-জিনিয়াস মোবাইল আ্যপসের মাধ্যমে “ই-জিনিয়াস হান্ট” ক্যাম্পেইনে লাখো ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।
সারাদেশ হতে যাচাই-বাছাইয়ের পর সাধারণ মানুষের ভাললাগা ও বিচারকদের বিশ্লেষণের মাধ্যমে শুধুমাত্র পাঁচশত ক্ষুদে “ই-জিনিয়াস হান্ট” নির্বাচিত হয়।
এদের মাঝে একজন হয় নরসিংদী জেলার বর্তমান মান্যবর জেলা প্রসাশক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের কনিষ্ঠ ছেলে আব্দুল আযীম কায়নি জেফরী!
কবিতা ও ছবি আঁকায় ই-জিনিয়াস হান্টের তালিকায় স্থান পেয়েছে সে। তাই তাকে সামাজিক সংগঠনসহ অনেকেই সাধুবাদ জানিয়েছেন।
ওমর ফারুক:(নরসিংদী) সদর