আলফাডাঙ্গা যুব সমাজের উদ্যোগে নৌকাবাইচ অনুষ্ঠিত

গ্রাম বাংলার ঐতিহ্য চলতি বছরে বন্যা হওয়ায় চারিদিকে পানি দেখা গেছে। সেই সঙ্গে মন মতানো আনন্দে মেতে উঠেছে ঐ ওই অঞ্চলের নারী পুরুষ।
রাস্তার এক পাশে হাজার হাজার দর্শকের বর্ণিল সাজের নৌকা বাইচ উপভোগ করেন। নেচে-গেয়ে আনন্দ উল্লাস উপভোগ করতে চোখে পড়ে ওই এলাকায় আনন্দ প্রেমি মানুষের।সমাগমের মিলন মেলায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় বুড়াইচ ইউনিয়নে আজ ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকালে জাঙ্গালিয়া ও বিলমন্দালয় যুব সমাজের যৌথ উদ্যোগে এই নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় এ গ্রুপে বিজয়ী বাবুর দল, ২য় শাহাজানের দল, বি গ্রুপে ১ম বিজয়ী ইকোন মেম্বরের দল, ২য় রাব্বির দল, অংশগ্রহণকারীরা প্রত্যেককেই পুরস্কার পেয়েছেন বলে মেলা কর্তৃপক্ষ জানান।
উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আহসানউদ্দৌলা রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা পৌর মেয়র মোঃ সাইফুর রহমান সাইফার।
নৌকা বাইচ উপভোগ করতে আকস্মিকভাবে উপস্থিত আলফাডাঙ্গা সহকারি ভূমি মোঃ মাহবুবুল ইসলাম, জেলা পুলিশ সার্কেল আনিচুজ্জামান লালন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম, ওসি তদন্ত ফয়সাল আহমেদ।
বিশেষ অতিথি উপস্থিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শেখ দেলোয়ার হোসেন,আওয়ামিলীগের প্রচার সম্পাদক মোঃ আবুল কাসেম মন্ডল, বীর মুক্তিযোদ্ধা আঃ আলীম খান, প্রেস ক্লাবের সভাপতি ফকির এনায়েত হোসেন,মোঃ হুমায়ুন কবির, অতিথি বৃন্দ ও পরিচালনায় রোজ মটরস এর মালিক রবিউল ইসলাম রবিন।
আরিফুজ্জামান চাকলাদার আপেল, আলফাডাঙ্গা প্রতিনিধি।