আলফাডাঙ্গা কারেন্ট মিস্ত্রী শাহা আলমকে রাম ধোলাই

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পৌর সভার কুশুমদি গ্রামের মৃত চুন্নু চৌকিদাররের ছেলে কারেন্ট মিস্ত্রী শাহ আলম (৩২) কে সদর ইউনিয়নের ধলেইচর গ্রামের প্রবাসি মাসুদ খানের বাড়ির সংলগ্নে গত ২২ আগস্ট শনিবার গভীর রাতে ওঁৎ পেতে থাকা শাহাজান খান গংরা রাম ধোলাই দিয়েছেন বলে জানা যায়।
ধোলাইয়ের কারন হিসেবে শাহাজাহান খান জানান, শাহ আলম আমাদের এলাকায় এক বাড়িতে প্রায়ই সন্দেহ জনক যাওয়া আসা করে। আমি সহ একাধিক লোক তাকে নিষেধ করা সর্ত্তেও গোপনে গভীর রাতে সে আসা যাওয়া বন্ধ করে নাই।
ঘটনার দিন গভীর রাতে ঘটনাস্হলে শাহ আলম লোক জন দেখে দৌড় দেয়ায় আমাদের এলাকার লোক জন দুঃস্কৃতকারি ভেবে তাকে বেদম মারপিট করে। তবে এলাকায় জৈনক প্রবাসির স্ত্রীকে ঘিরে দীর্ঘ দিন (শাহা আলমকে নিয়ে) কানা ঘোষা চলছে বলে একাধিক সুত্র দাবি করেন
। ওই রাতেই কারেন্ট মিস্ত্রী শাহ আলম হাসপাতালে ভর্তি হয়। তিনি সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে ক্যামেরা থেকে নিজেকে মুখ ঢেখে রাখেন। এলাকাবাসি লম্পটের বিচার দাবি করেছেন।
আরিফুজ্জামান চাকলাদার: