আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখে কেঁদে ফেলেন- সালথার এসিল্যান্ড

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের খারদিয়া গুচ্ছগ্রামে আগুণে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রাতের আঁধারে গিয়ে কম্বল ও শুকনা খাবার পৌছে দিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি।
গত শনিবার রাত আনুমানিক ৮টায় খারদিয়া গুচ্ছগ্রামে ছুটি যান তিনি। এসময় আগুনে পুড়ে যাওয়া দুটি পরিবারকে এ সহায়তা প্রদান করা হয়।
তাদের চোখে পানি দেখে তিনি নিজেই কেঁদে ফেলেন।হতবাক হয়ে যান উপস্থিত সকলেই। মানুষত মাসুষের জন্য এ কথা তিনি বলেন অসহায়দের কান্না আমি সইতে পারিনা।ইতি মধ্যেই তিনি মানবতার ফেরিওয়ালা হীরা নামে পরিচিতি লাভ করেছেন।
উল্লেখ্য, খারদিয়া গুচ্ছগ্রামে অগ্নিকান্ডে দুটি পরিবারের ঘর পুড়ে ছাই হযে যায়।
মোশাররফ মাসুদ –বার্তা সম্পাদক