আখেরী মোনাজাতে অংশ গ্রহন করলেন সাংসদ নুরুজ্জামান বিশ্বাস-দৈনিক ভোরের বার্তা

ঈশ্বরদীর পাকশীতে ঐতিহ্যবাহী ফুরফুরা সিলসিলার বার্ষিক ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয় ।
বাংলাদেশ ও ভারতের আমন্ত্রিত ওলামায়ে কেরামের বয়ানের মধ্য দিয়ে দুদিনের এই মাহফিল আজ শুক্রবার বাদ জুম্মা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইছালে সওয়াব ও মাহফিলের কার্যক্রম শেষ হয়।
ইছালে সওয়াব ও মাহফিলে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এবং করোনা মহামারি থেকে মুসলিম ওম্মার শান্তি কামনা করে মেহমান হিসেবে বক্তব্য রাখেন ও আখেরি মোনাজাতে অংশ গ্রহণ করেন পাবনা- ৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস।
এ সময় উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আলহাজ্ব মঞ্জুর রহমান বিশ্বাস, ঈশ্বরদী পৌরসভার মেয়র ইসাহাক আলী মালিথা, পাকশী পুলিশ ফাঁড়ি ইনচার্জ ইন্সপেক্টর শহিদুল ইসলাম , পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: রশিদুল্লাহ।
এবং পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক রেজাউল করিম রাজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক জহুরুল হক মালিথা, ইউপি চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সভাপতি আনোয়ার হোসেনসহ মাহফিল পরিচালনা কমিটি সদস্যরা উপস্থিত ছিলেন।
পাকশীর ইসালে সাওয়াব ও ওয়াজ মাহফিল বয়ান ও আখেরি মোনাজাত পরিচালনা করেন ফুরফুরা দরবার শরীফের গদ্দীনশীল পীর মাওলানা আবু বকর আব্দুল হাই মিশকাত সিদ্দিকী আল-কোরাইশি সাহেব ।
প্রতিবছরে এই মাহফিলে দেশ বিদেশ থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ১৯৫২ সালে পাবনার পাকশীতে ফুরফুরার এ মারকাজ প্রতিষ্ঠা করেন শায়খুল ইসলাম আল্লামা আব্দুল হাই সিদ্দিকী (রহ.)। পরবর্তীতে এ মারকাজের হাল ধরেন ফুরফুরার পীর মাওলানা আবুল আনসার মো. আব্দুল কাহহার সিদ্দিকী (রহ.)। সে ধারাবাহিকতা আজও বিদ্যমান।
প্রতিনিধিঃ আলিফ হাসান ঈশ্বরদী,পাবনা।