অসামাজিক কাজে লিপ্ত না হওয়ায় কিশোরকে মারধর, মামলা তুলে নিতে হুমকি

অসামাজিক ও অনৈতিক কর্মকান্ডে লিপ্ত না হওয়ায় ১৫বৎসরের এক কিশোরকে বেদম মারধর করার অভিযোগ উঠেছে স্থানীয় সরকারদলীয় নেতার বিরুদ্ধে।
অভিযোগের সুত্রে জানা যায়, হাটহাজারীর উপজেলার মধ্যম মাদার্শার সাইনবোর্ড বাজার নামক স্থানে অভিযুক্ত স্থানীয় সরকার দলীয় নেতা নূরুল আবছার(৪৫) পিতাঃমরহুম হাচি মিয়া, মধ্যম মাদার্শা, ইব্রাহীমের বাড়ী, মোঃআজম(৪২) পিতাঃমরহুম রাজা মিয়া, সাং, মধ্যম মাদার্শা মোখলেছুর রহমানের বাড়ি দ্বয়।
দীর্ঘদিন যাবৎ এলাকার ছোট ছোট ছেলেদেরকে অসমাজিক ও অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য বাধ্য করা হয়। কোন কিশোর তাদের এসব অনৈতিক প্রস্তাবে রাজি না হলে আসামীদ্বয় মারধর সহ বিভিন্ন প্রকার হুমকী প্রদান করে।
গত ১৩ডিসেম্বর মধ্যম মাদার্শা,ইব্রাহীমের বাড়ির মৃতঃআব্দুর রশিদ এর ৮ম শ্রেনীর পড়ুয়া ছাত্র আব্দুর রাকিব(১৫)কে অভিযুক্তরা অসামাজিক কাজে লিপ্ত না হওয়ার কারনে মধ্যম মাদার্শা সাইনবোর্ড বাজারের শাহেদের ফার্মেসীর সামনে পেয়ে গাছের লাঠি ও বাঁশ দিয়ে এলোপাতাড়ী মারধর করে।
পরে স্থানীয়রা হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এঘটনার পর রাকিবের চাচা মোঃআব্দুস সালাম গত ১৩ডিসেঃহাটহাজারী মডেল থানায় ২জনকে অভিযুক্ত করে অভিযোগ দায়ের করেন নং৮৪০।
ঘটনার বাদী আব্দুস সালাম জানান,”বাবা হারা একজন কিশোরকে অভিযুক্তরা মারধর করেই থেমে থাকেনি। থানায় অভিযোগ করার পর থেকে তারা প্রকাশ্য জানে মারার হুমকি, থানা প্রশাসনে মামলা করে কোন লাভ হবেনা বলে প্রকাশ্য হুমকি প্রদান করছে।
এমতবস্তায় আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি” এব্যাপারে হাটহাজারী থানার তদন্তকারী অফিসার জাহাঙীর বলেন, আমি একবার বাদী বিবাদী পক্ষকে থানায় বৈঠক করে সমাধানের কথা বলেছি।
বিবাদী বৈঠকে উপস্থিত না হওয়াতে আমি আরেকটা বৈঠকের সময় দিয়েছি। যদি বিবাদী পক্ষ সমঝোতায় বৈঠকে না আসে আইন তখন আইনের নিজস্ব ধারায় ব্যবস্থা গ্রহন করা হবে।
হাটহাজারী প্রতিনিধিঃ