অফিসার ইনচার্জকে বিদায়ী সংবর্ধনা জানালেন ভূঞাপুর উপজেলা প্রেসক্লাব

সদ্য বিদায়ী ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম কে বদলিজনিত বিদায়ী সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ভূঞাপুর উপজেলা প্রেসক্লাব।
১৫ই ফেব্রুয়ারী সোমবার দুপুরে ভূঞাপুর থানা চত্বরে ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের পক্ষ্য থেকে এ সংবর্ধনা জানানো হয়।
এ বিদায়ী সংবর্ধনায় উপস্থিত ছিলেন, ছোট মনির আদর্শ সৈনিক ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা জনাব পাকির আলী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাদী চকদার, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, সাংগঠনিক সম্পাদক ইয়ামিন মিঞা, দপ্তর সম্পাদক তারিকুল ইসলাম শিপন, সদস্য হাবিবুর রহমান, স্বপন বাবু সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ।
এ সময় আবেগাপ্লুত কন্ঠে ওসি রাশিদুল ইসলাম বলেন, চাকুরী জীবনে ভূঞাপুর কাঠানো সময়টুকু আমার জীবনের সেরা মুহূর্ত। এখানকার লোকজন ও থানায় কর্মরত সহকর্মীদের আন্তরিকতার ভুয়সী প্রশংসাও করেন ওসি। বর্তমান কর্মস্থলে জনকল্যাণে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে সকলের দোয়া কামনা করেন তিনি।
উল্লেখ্য ওসি রাশিদুল ইসলাম বিগত দুই বছর দুই মাস ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরি জীবনে সততার সাথে তার কর্তব্য পালন ও করোনা কালে সম্মুখ যোদ্ধা হিসেবে সরাসরি অংশগ্রহণ করেন। এছাড়াও তিনি দুই বার শ্রেষ্ঠ ওসি পদক ও একবার শেরে বাংলা পদক পেয়েছেন।
হাদী চকদার, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ