সাকিবের আরও একটি রেকর্ড, পেছনে ফেলেছেন শচীন টেন্ডুলকার কে

ক্রীড়া ডেস্কঃ
আন্তর্জাতিক ক্রিকেটে গড়েছেন রেকর্ড, ভেঙেছেন ও অনেক রেকর্ড। শুধু আন্তর্জাতিক নয় ঘরোয়া ক্রিকেট ও অসংখ্য রেকর্ডের মালিক তিনি। হ্যা বলছি বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের কথা। সম্প্রতি আর ও একটি আন্তর্জাতিক ক্রিকেটে রেকর্ড এর মালিক হয়েছেন তিনি। যেখানে শচিন টেন্ডুলকার এর মোট তারকাকে পেছনে ফেলেছেন তিনি।
এ পর্যন্ত সাকিব আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ১৩বার। বিশ্বসেরা বাঁহাতি অলরাউন্ডার আন্তর্জাতিক সিরিজ খেলেছেন ১২০টি। প্রতি ৯.৩ সিরিজে একবার পুরস্কারটি পেয়েছেন তিনি। এই রেকর্ডে তার আগে আছেন শুধু বিরাট কোহলি। এমনকি শচীন টেন্ডুলকারের মতো কিংবদন্তিও তাঁর পেছনে।
এখনো পর্যন্ত কোহলি আন্তর্জাতিক সিরিজ খেলেছেন ১২২টি। সিরিজসেরার পুরস্কার পেয়েছেন ১৬টি। প্রতি ৭.৬ সিরিজে একবার সেরা হয়েছেন ভারতীয় অধিনায়ক। আর টেন্ডুলকার তাঁর ২৪ বছরের ক্যারিয়ারে মোট সিরিজ খেলেছেন ১৮২টি। সিরিজসেরার পুরস্কার জিতেছেন ১৯টি। প্রতিবার সিরিজ সেরা হতে গড়ে ৯.৬টি সিরিজ খেলতে হয়েছে টেন্ডুলকারকে।
আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব প্রথম সিরিজসেরা হন ২০০৯ সালের জানুয়ারিতে। ঢাকায় অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজে বাঁহাতি অলরাউন্ডার রান করেছিলেন ১৫৩, আর উইকেট নিয়েছিলেন ৫টি। শ্রীলঙ্কার বিপক্ষে অপরাজিত ৯২ রান তাঁর ক্যারিয়ারেই অন্যতম সেরা একটি ইনিংস।
সাকিব ২০০৯ সালে চারবার সিরিজসেরা হন। ২০১০, ২০১১, ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে একবার করে উঠেছে সিরিজসেরার পুরস্কার। ২০১৫ ও ২০১৬ সালে বিরতি। ২০১৭ সালে একবার আর ২০১৮ সালে তিনবার সিরিজসেরা হয়েছেন সাকিব।
২০১৯ সালে বিশ্বকাপে দুর্দান্ত খেলেও টুর্নামেন্ট সেরার পুরস্কার ওঠেনি হাতে। গত বছরের শেষ দিকে পেলেন আইসিসির নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞা শেষ হওয়ার কথা আগামী ২৮ অক্টোবর। সব ঠিক থাকলে অক্টোবর-নভেম্বর শ্রীলঙ্কা সফরেই হয়তো সাকিব ফিরবেন আন্তর্জাতিক ক্রিকেটে। তার আগে নিজেকে প্রস্তুত করতে সাকিব দেশে ফিরছেন এ সপ্তাহে। আগামী মাসের প্রথম সপ্তাহে চলে যাবেন বিকেএসপিতে।
তথ্যসূত্রঃ প্রথম আলো