ভাগ্যকুলে এলজি এলপি-৩প্রকল্পের আওতায় গ্রামীন কাবাডি খেলাখুলা প্রতিযোগিতা ও বৃক্ষরোপন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,স্বাধীন বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শত বার্ষিকী উপলক্ষে গ্রামীন খেলাখুলা (কাবাডি) প্রতিযোগিতা ফাইনাল ও স্মারক বৃক্ষরোপন কমসূচি করা হয়েছে।
শ্রীনগর উপজেলা ভাগ্যকুল ইউনিয়ন কামারগাঁও চৌধুরী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে কাবাডি খেলার শেষে পুরুষ্কার পুরস্কার বিতরণ অনুষ্ঠানসহ ও শুভ্র প্রকাশ বিশেষ শিশু বিশেষ অধিকার ও শিক্ষা প্রতিষ্ঠানে কামারগাঁও চৌধুরী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় ও আলহাজ্ব কাজী ফজলুল হক উচ্চ বিদ্যালয় নারিকেল চারা গাছ বৃক্ষরোপন করা হয়েছে।
ভাগ্যকুল ইউনিয়নের চেয়ারম্যান কাজী মনোয়ার হোসেন শাহাদাত এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, বিশেষ অতিথি ছিলেন মোসাম্মৎ রহিমা আক্তার, নির্বাহী অফিসার শ্রীনগর মুন্সীগঞ্জ,কেয়া দেবনাথ সহকারী কমিশনার (ভূমি)শ্রীনগর মুন্সীগঞ্জ।
মোঃ মশিউর রহমান মামুন চেয়ারম্যান শ্রীনগর উপজেলা পরিষদ,মোঃ ওয়াহিদুর রহমান জিঠু ভাইস চেয়ারম্যান শ্রীনগর উপজেলা পরিষদ,মোসাম্মৎ রেহানা আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান শ্রীনগর উপজেলা, প্রকল্প বাস্তবায়ন অফিসার আশিকুর রহমান আশিক ও সহকারী প্রকল্প বাস্তবায়ন অফিসার আবু রেদুয়ান।
আরো উপস্থিত ছিলেন ভাগ্যকুল ইউপি সচিব মোঃ হামিদুল হক,মোসাম্মৎ রাবেয়া আক্তার, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ভাগ্যকুল ইউনিয়ন পরিষদ,ইউপি সদস্য রতন কুমার সাহা,ইউপি সদস্য আব্দুল হাই,ইউপি সদস্য পারভেজ কবীর,ইউপি সদস্য নাজিম সরদার, ইউপি সদস্য হাজী মোখলেসুর রহমান খান মন্টু , ইউপি মহিলা সদস্য আলেয়া বেগম,ইউপি সদস্য রাজিয়া আহমেদ,সহ সকল গ্রাম পুলিশ সহ আরো প্রমুখ।
তারিকুল ইসলাম স্টাফ রিপোর্টার